শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম সেশনটা ভালোই কেটেছে বাংলাদেশের। ২৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১০৬ রান। ক্রিজে ব্যাট করছেন তামিম ও শান্ত।
দিনের শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। কোনো রান না করে সাজঘরে ফেরেন সাইফ হাসান। ৬ বলে শূন্য। ফার্নান্দোর বলে হন এলবি। যদিও আম্পায়ার্স কল ছিল নট আউট। রিভিউ নেয় শ্রীলঙ্কা,
শুরুতে উইকেট হারানো বাংলাদেশকে পরে স্বস্তি দিয়েছেন তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। এই জুটি প্রথম সেশন পার করে দেন দারুণভাবে। ৫২ বলে ফিফটি করেন তামিম। ৭৩ বলে লাঞ্চ বিরতির আগ পর্যন্ত তামিমের ব্যক্তিগত রান ছিল ৬৫। অন্যদিকে নাজমুল হোসেন শান্ত ছিলেন আরো রক্ষণাত্মক, সতর্ক। ৮৬ বলে তার রান ছিল ৩৭।
দ্বিতীয় সেশনের খেলা শুরু হয়েছে পাল্লেকেলেতে। ২৮.২ ওভারে বাংলাদেশের রান ১০৭। ক্রিজে আছেন তামিম (৬৬) ও শান্ত (৩৭)।