রাজধানীতে গৃহবধূ হাসনা হেনা ঝিলিককে (২৮) হত্যার পর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর নাটক সাজানোর মামলায় তার স্বামী সাকিব আলম মিশু আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।
রোববার (১১ এপ্রিল) দুই দফা রিমান্ড শেষে মিশুকে আদালতে হাজির করা হয়। মিশু স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলাম তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
গত ৪ এপ্রিল মিশুর তিন দিন এবং ৮ এপ্রিল দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই মামলায় ঝিলিকের শ্বশুর জাহাঙ্গীর আলম, শাশুড়ি সাঈদা আলম, দেবর ফাহিম আলম এবং টুকটুকি কারাগারে আছেন।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল হাসনা হেনা ঝিলিককে স্বামীর বাড়িতে হত্যা করা হয়। পরে হাতিরঝিলের রাস্তায় প্রাইভেটকার দুর্ঘটনায় ঝিলিকের মৃত্যুর নাটক সাজায় মিশু। এ ঘটনায় ঝিলিকের মা তাহমিনা হোসেন আসমা গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন।