কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের পৃথক দুটি অভিযানে নগরীর চকবাজার ও সুয়াগাজী এলাকা থেকে এক হাজার পিস ইয়াবা ও তিন কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ জানায়, শনিবার বিকেলে গোপন সংবাদে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের এলআইসি টিমের পুলিশ পরিদর্শক ইকতিয়ার উদ্দিনের নেতৃত্বে এসআই নজরুল ইসলাম সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে নগরীর চকবাজার তেরিপট্রি এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবাসহ এসকান্দর মিয়া ও আবদুল কাদের বাবুল নামের দুজনকে গ্রেফতার করে ।
পৃথক একটি অভিযানে ডিবি পুলিশের অপর একটি টিম সদর দক্ষিন উপজেলার সুয়াগাজী বাজার এলাকা থেকে তিন কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ি রিয়াদ হোসেনকে গ্রেফতার করে। ধৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক মামলা দায়ের করে ডিবি পুলিশ।