কুমিল্লা র্যাব ১১ সিপিসি ২ এর একটি টিম বিশেষ অভিযান চালিয়ে প্রতারণার অভিযোগে জসিম উদ্দিন (৩৯) নামে এক ভুয়া চিকিৎসককে গ্রেফতার করে। এ ঘটনায় শুক্রবার (১২ ফেব্রুয়ারি) প্রতারণার অপরাধে তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃত ভুয়া চিকিৎসক কুমিল্লার সদর উপজেলার ছোট আলমপুর গ্রামের মো. মন্তাজ মিয়ার ছেলে মো. জসিম উদ্দিন (৩৯)।
তিনি জানান, বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লার সদর উপজেলার নিশিন্তপুর এলাকায় অভিযান পরিচালনা করে চিকিৎসক পরিচয় প্রদানকারী প্রতারক জসিমকে গ্রেফতার করা হয়।
তিনি আরোও বলেন, মো. জসিম উদ্দিন নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবত ভুল চিকিৎসা প্রদান করে আসছেন। সেই সাথে লাইসেন্সবিহীন হাই এন্টিবায়োটিক ইনজেকশন ও উচ্চমাত্রার ওষুধ বিক্রি করছেন। নিজেকে রেজিস্ট্রার বড় ডাক্তার পরিচয় দিয়ে বিভিন্ন লোকজনের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়ে আসছিল। ধৃত আসামিকে গ্রেফতারের সময় তার হেফাজত থেকে বিভিন্ন ধরনের লাইসেন্সবিহীন হাই এন্টিবায়োটিক ইনজেকশন ও উচ্চমাত্রার ওষুধ উদ্ধার করা হয়।
এ জাতীয় আরো খবর..