কুমিল্লার চৌয়ারা এলাকায় চাঞ্চল্যকর জিল্লুর রহমান জিলানী হত্যা মামলায় গ্রেপ্তার কুমিল্লা সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সাত্তারের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫নং আমলী আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই এর পুলিশ পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ আসামির ৭ দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক গোলাম মাহবুব খান ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের পুলিশ পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ। এর আগে গত (২৬ জানুয়ারি) মঙ্গলবার রাতে ঢাকা শাহবাগ এলাকা থেকে জিল্লুর হত্যা মামলার এজাহার নামীয় ২ নং আসামি সাত্তারকে গ্রেপ্তার করে পিবিআই।
উল্লেখ্য ২০১৮ সালের ১১ নভেম্বর পূর্ব শত্রুতা ও রাজনৈতিক বিরোধীতার কারনে কাউন্সিলর আবদুস সাত্তার ও কাউন্সিলর আবুল হাসানের নেতৃত্বে মোটর সাইকেলযোগে একদল সন্ত্রাসী জিল্লুর রহমান জিলানীকে কুপিয়ে হত্যা করে।এ ঘটনায় নিহত জিল্লুর ছোট ভাই ইমরান হোসেন চৌধুরী বাদী হয়ে ২৪ ব্যক্তিকে আসামি করে কুমিল্লার সদর দক্ষিণ থানায় হত্যা মামলাটি দায়ের করেন।
মামলাটি প্রথমে কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ তদন্ত করলেও পরবর্তীতে আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।