ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ বিট পুলিশিং কর্মকর্তা হিসেবে নির্বাচিত হলেন সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) গৌতম চন্দ্র দে। এসআই গৌতম সরাইল থানাধীন ৫নং পানিশ্বর ইউনিয়নের বিট পুলিশিং কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছেন। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ব্রাক্ষণবাড়ীয়া জেলা পুলিশ আয়োজিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বিট পুলিশিং এ শ্রেষ্ঠত্ব অর্জন করায় তাকে সম্মাননা ক্রেস্ট ও উপহার দিয়ে পুরস্কৃত করেন। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশের একজন জনপ্রিয় ব্যক্তি হিসেবে এসআই গৌতম চন্দ্রের সুনাম রয়েছে। তিনি চট্রগ্রাম রেঞ্জের কুমিল্লা কোতয়ালী মডেল থানা ও ফেনী মডেল থানায় দীর্ঘদিন ধরে সুনামের সহিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। বর্তমানে এসআই গৌতম চন্দ্র বাক্ষণবাড়িয়া জেলার সরাইল থানায় কর্মরত রয়েছেন।