1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কু‌মিল্লার বরুড়ায় গণধর্ষ‌ণের ঘটনায় গ্রেফতার ৩ ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন মান‌বিক সাহা‌য্যের আ‌বেদন : চি‌কিৎসার অভা‌বে বিছানায় প‌ড়ে আ‌ছে মামুন

ক‌রোনা ভাইরাস আপ‌ডেট: বি‌শ্বে মৃত ও সনা‌ক্তের সংখ‌্যা

আবদুর রহমান সাঈফ:
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫০৪ বার পঠিত

করোনা ভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। প্রতিদিনই বাড়ছে কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা। নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা পৃথিবীতে আরো ১৪ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে নতুন করে প্রায় ৫ লাখ মানুষের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ ৪ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ১০ কোটি ৪৮ লাখ ৮৬ হাজার ৪৭৫ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ২২ লাখ ৭৬ হাজার ৬৬১ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বিপরীতে সুস্থ হয়েছেন ৭ কোটি ৬৭ লাখ ৫৭ হাজার ৭৬ জন।

মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ ২ কোটি ৭১ লাখ ৫০ হাজার ৪৫৭ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ভারতে দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৭ লাখ ৯১ হাজার ১২৩ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। ব্রাজিলে তৃতীয় সর্বোচ্চ ৯৩ লাখ ৩৯ হাজার ৪২০ জনের শরীরে ধরা পড়েছে কোভিড-১৯। এছাড়া রাশিয়ায় চতুর্থ সর্বোচ্চ ৩৯ লাখ ১ হাজার ২০৪ জন ও যুক্তরাজ্যে পঞ্চম সর্বোচ্চ ৩৮ লাখ ৭১ হাজার ৮২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

ক‌রোনা আক্রান্ত ও মৃ‌ত্যের সংখ‌্যায় শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো—

ফ্রান্স (৩২ লাখ ৫১ হাজার ১৬০ জন), স্পেন (২৯ লাখ ১৩ হাজার ৩৮৯ জন), ইতালি (২৫ লাখ ৮৩ হাজার ৭৯০ জন), তুরস্ক (২৫ লাখ ১ হাজার ৭৯ জন) ও জার্মানি (২২ লাখ ৫২ হাজার ৪৮৯ জন)।

কোভিড-১৯ মহামারীতে মৃতের হিসেবে সকল দেশের শীর্ষে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু বেড়ে ৪ লাখ ৬১ হাজার ৯৩০ জনে দাঁড়িয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জন মানুষ প্রাণ হারিয়েছেন। মেক্সিকোতে মারা গেছেন তৃতীয় সর্বোচ্চ ১ লাখ ৫৯ হাজার ৫৩৩ জন। এছাড়া ভারতে চতুর্থ সর্বোচ্চ ১ লাখ ৫৪ হাজার ৭৪২ জন ও যুক্তরাজ্যে পঞ্চম সর্বোচ্চ ১ লাখ ৯ হাজার ৩৩৫ জনের প্রাণ কেড়েছে করোনা।

এ হিসেবে শীর্ষ দশে রয়েছে—ইতালি (মৃত্যু ৮৯ হাজার ৮২০ জন), ফ্রান্স (মৃত্যু ৭৭ হাজার ৫৯৫ জন), রাশিয়া (মৃত্যু ৭৪ হাজার ৬৮৪ জন), স্পেন (মৃত্যু ৬০ হাজার ৩৭০ জন) ও জার্মানি (৬০ হাজার ২১২ জন)।

এছাড়া ইরানে ৫৮ হাজার ১৮৯ জন (১১তম), কলম্বিয়ায় ৫৪ হাজার ৮৭৭ জন (১২তম), আর্জেন্টিনায় ৪৮ হাজার ৫৩৯ জন (১৩তম), দক্ষিণ আফ্রিকায় ৪৫ হাজার ৩৪৪ জন (১৪তম), পেরুতে ৪১ হাজার ৫৩৮ জন (১৫তম), পোল্যান্ডে ৩৭ হাজার ৮৭৯ জন (১৬তম), ইন্দোনেশিয়ায় ৩০ হাজার ৭৭০ জন (১৭তম), তুরস্কে ২৬ হাজার ৩৫৪ জন (১৮তম), ইউক্রেনে ২৩ হাজার ৮৯ জন (১৯তম) ও বেলজিয়ামে ২১ হাজার ১৭৩ জন (২০তম) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com