তীব্র শীতে কাঁপছে দেশ। মাঘের তৃতীয় সপ্তাহে এসে শীতের তীব্রতা চরম আকার ধারণ করেছে। রোববার উত্তর জনপদের কুড়িগ্রাম জেলার রাজারহাটে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা এ বছরের শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।
আবহাওয়া অফিস সূত্র জানায়, শীতের তীব্রতা সৃষ্টিকারী উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর সংলগ্ন বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। এছাড়াও বঙ্গোপসাগর থেকে আসা গরম বাতাসের সাথে হালকা ও নিচু মেঘ ইতোমধ্যে সরে গেছে। উত্তর-পশ্চিম ও উত্তর দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে হিমালয় থেকে কনকনে হিমেল হাওয়া স্রোত বাংলাদেশে আসছে।
সেই সাথে দেশের সর্বত্র বিরাজ করছে মাঝারি থেকে ঘন কুয়াশা। কমতে শুরু করেছে বাতাসে জলীয়বাষ্পের স্বল্পতা। এরফলে দিনের বেলা বিশেষত উত্তরাঞ্চলে অস্বাভাবিক হারে কমে গেছে রোদের তেজ। আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবারও দেশের অনেক স্থানে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, কুড়িগ্রাম ও রাজশাহী জেলার উপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তাছাড়া ময়মনসিংহ বিভাগ এবং রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায়, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নিকলি, শ্রীমঙ্গল, যশোর, খুলনা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়াও সিলেট, কুমিল্লায় ও শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় ঘর থেকে জরুরী কাজ ছাড়া বের হচ্ছে না কেউ। শীতের তীব্রতা বৃদ্ধিতে শিশুরা আক্রান্ত হচ্ছে ঠান্ডাজনিত রোগে। হাসপাতালে অসুস্থ শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে মাত্রারিক্ত।