রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিপুল পরিমান গাঁজার চালানসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।গ্রেফতারকৃতরা হলো-মোঃ রবিউল হোসেন, মোঃ দুলাল খাঁন ও মোঃ লালন খাঁন। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।
ডেমরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আজহারুল ইসলাম মুকুল জানান, রবিবার (৩১ জানুয়ারি, ২০২১) কয়েকজন মাদক ব্যবসায়ী বি-বাড়ীয়ার কসবা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকায় এনে বিক্রি করার জন্য যাত্রাবাড়ীর সিটি কর্পোরেশনের কাঁচা মালের আড়ৎ এর সামনে অবস্থান করছে মর্মে সংবাদ পায় গোয়েন্দা ওয়ারী বিভাগ। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা দেশের সীমান্তবর্তী জেলা বি-বাড়ীয়া থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসতো। এরপর রাজধানী ও আশপাশ এলাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রি করতো।এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।