রাজধানীর প্রগতি সরণিতে সংবাদমাধ্যমকর্মীকে চাপা দেওয়া বাসের চালককে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। তবে এখনও তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অভিযান চলছে জানিয়ে পুলিশ বলছে, খুব দ্রুত আটক করা হবে তাকে। বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে কাজ শেষে বাসায় ফিরছিলেন একাত্তর টিভির ভিডিও এডিটর গোপাল সূত্রধর। রাজধানীর প্রগতি সরণির নদ্দা এলাকায় বেপরোয়া বাস ধাক্কা দেয় তার মোটরসাইকেলে। ঘটনাস্থলেই নিভে যায় একটি তাজা প্রাণের প্রদীপ।
দুর্ঘটনার পর ভিক্টর ক্ল্যাসিক নামে বাসটি জব্দ করা হলেও পালিয়ে যায় চালক ও হেলপার। তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানায় পরিবার ও সহকর্মীরা। দুর্ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও ঘাতক বাসের চালককে গ্রেফতার করা যায়নি। সিসিটিভি ফুটেজ দেখে চালককে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, বাস চালাচ্ছিলেন যিনি তাকে চিহ্নিত করা হয়েছে। আমরা সকল তথ্য সংগ্রহ করেছি। অভিযুক্তদের গ্রেফতারের অভিযান চলমান। এর আগে ২০১৯ সালে সুপ্রভাত পরিবহনের বাস চাপায় প্রাণ যায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরারের। আন্দোলনের মুখে সুপ্রভাত পরিবহনের রুট পারমিট বাতিল করা হয়। পরে রঙ ও নাম পাল্টে ভিক্টর ক্ল্যাসিক নামে রাজধানীর রাস্তায় নামে একই পরিবহনের বাসগুলো।
এ জাতীয় আরো খবর..