বাংলাদেশ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ (আইজিপি কাপ)-২০২০ এর ফাইনাল ম্যাচে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ক্রিকেট দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে এপিবিএন।বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব আয়োজিত এ ফাইনাল ম্যাচটি আজ শনিবার (২৩ জানুয়ারী, ২০২১) বিকালে উত্তরা এপিবিএন মাঠে অনুষ্ঠিত হয়।
চূড়ান্ত ম্যাচে টসে জিতে এপিবিএন ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৪০ রান সংগ্রহ করে। জবাবে ডিএমপির ক্রিকেট দল ১৪১ রানের টার্গেটে খেলতে নেমে ২০ ওভারে মাত্র ১২০ রানে অলআউট হয়ে যায়। ২০ রানের ব্যবধানে এপিবিএন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ ক্রিকেট টুর্নামেন্টে এপিবিএন দলের মোঃ ইব্রাহিম ‘ম্যান অব দ্যা ফাইনাল’ এবং আব্দুস সালাম সোহাগ ‘ম্যান অব দ্যা টুর্নামেন্ট’ নির্বাচিত হয়েছেন।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রোমাঞ্চকর খেলা উপভোগ করেন। তিনি চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল এবং অন্যান্য বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
আইজিপি বলেন, খেলাধুলা পুলিশ সদস্যদের প্রশিক্ষণের একটা অংশ। খেলাধুলা শরীর গঠনে সহায়তার পাশাপাশি শৃঙ্খলাবোধ জাগ্রত করে, যা পুলিশের পেশাগত কাজে অত্যন্ত সহায়ক। তিনি প্রতিটি ইউনিটে নিয়মিত খেলাধুলার আয়োজন করার জন্য ইউনিট কমান্ডারদের নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে বৈশ্বিক পরিমন্ডলে ক্রিকেট পরাশক্তি হিসেবে আর্বিভূত হয়েছে। পুলিশের একটি টিম গঠনের মধ্য দিয়ে পুলিশ ক্রিকেট টিমকে এগিয়ে নিয়ে যেতে হবে, যাতে অদূর ভবিষ্যতে বাংলাদেশ পুলিশের খেলোয়াড়রা জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করতে পারে। আইজিপি বলেন, একজন পুলিশ সদস্যকে আগে একজন ভালো মানুষ হতে হবে। ভালো মানুষের সকল গুণাবলী অর্জন করতে হবে। কর্তব্যে ও আচরণে ভালো মানুষের গুণাবলী ও মানবিক মূল্যবোধের প্রতিফলন ঘটাতে হবে।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি ও অতিরিক্ত আইজি (ভারপ্রাপ্ত) এবং বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সভাপতি মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ২২টি দল পুলিশ ক্রিকেট লীগে অংশ গ্রহণ করে।