সাংবাদিক হিসেবে দীর্ঘ জীবন কাটিয়ে দিলাম। কখনও আপোষ করি নাই দু্র্নীতিবাজদের হুমকি দমকিতে। জানা নেই জীবনে যতটুকু পেয়েছি তার চেয়ে বেশি করার চেস্টা করেছি ? সমাজের কিছু মুখোশধারী চাটুকারদের জন্য সাংবাদিকদের সম্মান, সুনাম ও মর্যাদা ধবংস হচ্ছে । চাটুকারদের জন্যই বর্তমানে সত্যিকার সাংবাদিকগন লাঞ্চিত ও মিথ্যা মামলায় হয়রানির শিকার হচ্ছে। জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। দুঃখ প্রকাশ করে কিছু বলার মত মানুষ নেই। আপনার আমার সবার সৃষ্টিকর্তা এক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেশের সকল মজলুম, নির্যাতিত, নিপীড়িত ও ক্ষতিগ্রস্থ সাংবাদিক ভাইদেরকে হেফাজত করুক। সাংবাদিকদের অধিকার আদায়- কন্ঠরোধের ডিজিটাল নিরাপত্তা আইনের নামে কালো আইন বাতিল করতে দেশের সাংবাদিক ইউনিয়ন গুলোর ঐক্যবদ্ধ আন্দোলন করার আহবান জানাই। (বিএফইউজে-) ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের বলিষ্ঠ নেতৃত্বে মানুষ গণতান্ত্রিক অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরে আসুক। সংবাদপত্র ও সাংবাদিকের স্বাধীনতা ফিরে আসুক এই প্রত্যাশা রইল।
লেখক:
সাংবাদিক শাহীন মীর্জা