কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে সদর দক্ষিন উপজেলার চৌয়ারা ফুলতলী এলাকায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে।
ডিবি সুত্র জানা যায়, কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের এলআইসি টিমের পুলিশ পরিদর্শক ইকতিয়ার উদ্দিনের নেতৃত্বে এসআই নজরুল ইসলাম,এসআই পরিমল চন্দ্র দাস পিপিএম, এএসআই আরিফ হোসেন, এএসআই মোহাম্মদ আলী জিন্নাহ সঙ্গীয় কন্সটেবল ইসমাইল হোসেন,আবদুল সবুর সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান কালীন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ১৮ জানুয়ারি ভোরে জেলার সদর দক্ষিন উপজেলার সুয়াগাজী চৌয়ারা সড়কের ফুলতলী এলাকার সড়কে অবস্থান নেয় ডিবি পুলিশ। এ সময় সুয়াগাজীর দিক থেকে আসা একটি নীল রংয়ের সিএনজিকে যার নম্বর কুমিল্লা থ ১১ ৪৭১৯ থামানোর সংকেত দিলে সিএনজি থামিয়ে চালক ও গাড়ীতে থাকা অপর ব্যক্তি পালানোর চেস্টা করলে ডিবি পুলিশ তাদের আটক করে। এ সময় সিএনজিতে থাকা দুটি স্কুল ব্যাগের ভিতর থেকে ৫ কেজি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি সদর দক্ষিন উপজেলার ভাটপাড়া গোঁয়ালগাঁও এলাকার মৃত মনছুর আলীর ছেলে সিএনজি চালক সুন্দর আলী ও ভাটপাড়া গ্রামের লতিফ মিয়ার ছেলে নজরুল ইসলাম প্রকাশ স্বপন মিয়া। ধৃত আসামিকে জিঙ্গাসাবাদে গোয়ালগাও গ্রামের শিপন থেকে গাঁজা ক্রয় করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসার কথা স্বীকার করে ।ধৃত আসামি ও পলাতক আসামির বিরুদ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে সদর দক্ষিন মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করে।