দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ (১ জানুয়ারি) আরো ২৩ জন মারা গেছেন এবং নতুন করে ৬৮৪ জনের দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় আরো নতুন করে সুস্থ হয়েছেন ৯৬৪ জন। এতে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪ লাখ ৫৯ হাজার ৬২০ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে জানানো হয়, ‘দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যুসহ প্রাণঘাতি এই ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৫৯৯ জন।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, একই সময়ে নতুন করে আরো ৬৮৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীদের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫ লাখ ১৫ হাজার ১৮৪ জনে দাঁড়িয়েছে।