জাতীয় পার্টি কোনো তৈরি করা দল নয়, নতুন বাংলাদেশ গড়ার লক্ষেই জাতীয় পার্টি প্রতিষ্ঠা করা হয়েছিল। এরশাদের দেখানো পথেই আমরা কাজ করবো বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
শুক্রবার (১ জানুয়ারি) বিকেলে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।সেখানে তিনি বলেন, সংবিধান অনুযায়ী এরশাদ ক্ষমতা হস্তান্তর করার পর তাকে প্রতারণা করে কারাগারে পাঠানো হয়েছিল। কিন্তু কারাগারে থাকার পরও পাঁচটি আসনে জিতেছিলেন তিনি। কিন্তু এত কিছুর পরেও এই দল টিকে আছে। আর এই দল ছাড়া কেউ ক্ষমতায় যেতে পারবে না।
জাপা চেয়ারম্যান আরও বলেন, দেশে সুশাসনের অভাবে দুর্নীতির বিস্তার ঘটেছে। দলীয়করণের মাধ্যমে দুই দলের নেতারাই আঙুল ফুলে কলাগাছ হয়েছে। বিচার বিভাগ সম্পূর্ণ সরকারের অধীনে চলে গেছে। এতে, সব ক্ষমতা এককেন্দ্রিক হয়ে যাচ্ছে। যেটা মোটেও ঠিক নয়।
পরে, বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার দাবি জানান তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার প্রমুখ।
এ জাতীয় আরো খবর..