রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে ইয়াবাসহ তিনজন নারী মদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগ।গ্রেফতারকৃতদের নাম- মোছাঃ মনি আক্তার (২৪), মোসাঃ খোদেজা আক্তার ওরফে খুদী (৪০) ও মোছাঃ ফরিদা ইয়াসমিন ওরফে সাথী (৫৫)। এ সময় তাদের হেফাজত হতে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গোয়েন্দা উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম বলেন, সোমবার (২৮ ডিসেম্বর, ২০২০) বিকাল ০৩.২৫ টায় ডেমরা থানার সারুলিয়া বাজার এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় এনে বিভিন্ন মাদক ব্যবসায়ীর নিকট বিক্রি করতো।এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা রুজু হয়েছে।