1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কু‌মিল্লার বরুড়ায় গণধর্ষ‌ণের ঘটনায় গ্রেফতার ৩ ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন মান‌বিক সাহা‌য্যের আ‌বেদন : চি‌কিৎসার অভা‌বে বিছানায় প‌ড়ে আ‌ছে মামুন

চট্রগ্রা‌মে ৩ দি‌নের সফ‌রে ভারতীয় হাইক‌মিশনার‌

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ৪০২ বার পঠিত

তিন দিনের সফরে বন্দরনগরী চট্টগ্রামে আসলেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।রোববার (২০ ডিসেম্বর) সকালে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের মাধ্যমে শুরু হওয়া এই সফর শেষ হবে মঙ্গলবার (২২ডিসেম্বর)

সকালে জেলার সীতাকুন্ডের চন্দ্রনাথ পাহাড়ে তৈরি করা মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়।এর মাঝে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন। সুন্নীয়া মাদ্রাসা পরিদর্শন করেছেন। সোমবার (২১ ডিসেম্বর) যাবেন ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে।

রিভা গাঙ্গুলি বদলি হয়ে যাওয়ার প্রায় এক মাসপর বিক্রম কুমার দোরাইস্বামী বাংলাদেশ এসেছেন। এর মাঝে তিনি দেখতে আসলেন অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ শহর বন্দরনগরী চট্টগ্রাম। চট্টগ্রাম নেমেই তিনি চলে যান বাণিজ্যিক প্রাণকেন্দ্র আগ্রাবাদে ওয়াল্ড ট্রেড সেন্টারের চেম্বার ভবনে।

কথা বলেন চেম্বার নেতাদের সাথে। চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় দোরাইস্বামী বলেন, ‘চট্টগ্রাম বন্দর ব্যবহারের মাধ্যমে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো এমনকি ভুটান-নেপালসহ উপকৃত হতে পারে। এক্ষেত্রে লাভবান হবে ভারত-বাংলাদেশ উভয়ই।’

এরপর হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী চলে যান নগরীর পাহাড়তলী এলাকায় অবস্থিত সাবেক ইউরোপীয়ান ক্লাবে। যেটি বর্তমানে রেলওয়ে অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেখানে তিনি বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দাদের ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করেন।

পাহাড়তলী থেকে দোরাইস্বামী প্রেসক্লাবে আসেন সাংবাদিকদের সাথে কথা বলতে। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের বিক্রম কুমার দোরাইস্বামী খোলামেলা কথা বলেন। বিশেষ করে রোহিঙ্গাদের নিয়ে প্রশ্নের জবাবে দোরাইস্বামী বলেন, ‘রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ভারত-বাংলাদেশের দৃষ্টিভঙ্গি অভিন্ন। তবে ভারত রোহিঙ্গাদের নিরাপদ এবং টেকসই প্রত্যাবাসন প্রত্যাশা করে।’
সীমান্তের হত্যাকান্ড নিয়ে এক প্রশ্নের জবাবে দোরাইস্বামী বলেন, ‘সীমান্তে অবৈধ অর্থনৈতিক কর্মকান্ডের কারণে বেশিরভাগ দুর্ঘটনা ঘটে। এসব ঘটনার ৯৫ শতাংশই ঘটে ভারতের সীমান্ত এলাকায়। ৮৭ শতাংশ ঘটনা ঘটে রাত ১০ টার পর। এসময় অবৈধ অনুপ্রবেশের ঘটনাও ঘটে। এসব ঘটনা বন্ধে সীমান্তে বৈধ অর্থনৈতিক কর্মকান্ডের উদ্যোগ নেওয়া দরকার।প্রেসক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ বক্তব্য রাখেন।
সবশেষে দোরাইস্বামী নগরীর মুরাদপুর এলাকার জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসা পরিদর্শন করেন। এসব অনুষ্ঠানে হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর স্ত্রী সঙ্গীতা দোরাইস্বামী, চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী, ফাস্ট সেক্রেটারি সুভাশীষ সিনহাসহ  ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com