বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই। শনিবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নগরীর কান্দিরপাড় এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এতে বক্তব্য রাখেন কুমিল্লা উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আঞ্জুম সুলতানা এমপি, কুমিল্লা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টির সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান, পরিচালক ইফতিয়ার খান,আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শিকদার, খাদেম ফিরোজ, মানিক খন্দকার, পাপন পাল মনির হোসেন ভ্ইূয়া, মো: শাহজাহান, মহিলা আওয়ামী লীগ নেত্রী আইরীন আক্তার, মিতা শিকদার, কুমিল্লা উইমেন চেম্বারের সহ-সভাপতি আফিফা আক্তার খান, পরিচালক জান্নাতুল ফেরদৌস সুমী, যুবলীগ নেতা মাসুদুল ইসলাম বাবু, জাহিদ আহমেদ পিয়াস,ছাত্রলীগ নেতা গোলাম মোস্তফা শরীফ, গাজী রিয়াজুল মাহমুদ প্রমুখ । পরে ভাস্কর্য ভাংচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়।