বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (অপারেশন্স) সাঈদ তারিকুল হাসান, বিপিএম এর জানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে সাঈদ তারিকুল হাসানের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।
শুক্রবার (০৪ ডিসেম্বর,২০২০) সকাল ১১ টায় রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে এআইজি সাঈদ তারিকুল হাসানের শুভাকাঙ্খিসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন স্তরের অফিসারবৃন্দ অংশগ্রহণ করেন।
জানাযা শেষে এআইজি সাঈদ তারিকুল হাসানের প্রতি ডিএমপির পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানান ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার)। এছাড়াও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন ও ২০ তম বিসিএস ব্যাচসহ বিভিন্ন বিসিএস ব্যাচের পক্ষ থেকেও তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।