বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকাল পর্যন্ত উপজেলার দাউদপুর ইউনিয়নের খৈসার এলাকায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমানের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়।পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ অফিসের উপ-পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ্ আল মামুন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইটভাটাগুলো পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানো লাইসেন্স ছাড়াই পরিচালনা করা হচ্ছিল। ইট প্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লংঘনের দায়ে ইটভাটাগুলোকে তাৎক্ষণিকভাবে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়। ইটভাটাগুলোর মধ্যে ৬টি ইটভাটা ভেকু দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে নিভিয়ে দেওয়া হয়। তাদের সকল কর্মকাণ্ড বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, পরিদর্শক আব্দুল গফুর ও হাবিবুর রহমানসহ র্যাব-১১, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।সুত্র:বিডি:নি