রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আন্তঃজেলা মাদক চক্রের দুইজন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রাপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগের একটি টিম।
গ্রেপ্তারকৃতরা হলো-মোঃ সৈয়দ হোসেন ওরফে সাহেদ আলী ওরফে সৈয়দ আলী (৪২) ও কামরুল ইসলাম বাবু ওরফে বাবু (২৭)। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ২০,৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সেই সাথে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস নাগরিক খবরকে জানান, বুধবার (০২ ডিসেম্বর, ২০২০) বেলা ১১.৩৫ টায় লাভ রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা রুজু হয়েছে। গ্রেপ্তারকৃত মোঃ সৈয়দ হোসেনের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।