রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।
গ্রেপ্তারকৃত আসামি রুহুল আমিন মাঝি (২৪) ও মোঃ বাদশা মিয়া (২৩) এর হেফাজত থেকে ৪ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।শনিবার (২৮ নভেম্বর, ২০২০) সন্ধ্যা ৬:৪৫ টায় যাত্রাবাড়ীর কাজলার একতা ফল মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে ডেমরা জোনাল টিম।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।