মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার নতুন চেয়ারম্যান হিসেবে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদকে নিযুক্ত করা হয়েছে। তিনি বর্তমান চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হকের স্থলাভিষিক্ত হবেন।
অধ্যাপক নেহাল বলেন, বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার পাশাপাশি দ্রুত সময়ে এইচএসসির ফলাফল প্রকাশ একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ গ্রহণ করেই দায়িত্ব নেব, যাতে দ্রুততম সময়ে ফলাফল প্রকাশ করা হয়। অধ্যাপক নেহাল আহমেদ ২০১৯ সালের ৫ মে ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি একই প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ছিলেন।