নো মাস্ক নো সার্ভিস এই শ্লোগানকে সামনে রেখে জামালপুরে সর্বস্তরের মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছেন জেলা প্রশাসন।মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর এক টায় জামালপুর ফৌজদারি মোড়ে মাস্ক বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেন জেলা প্রশাসক মো: এনামুল হক।
এসময় জেলা প্রশাসক রাস্তার পথচারী, অটোরিকশা ও অন্যান্য যানবাহনের চালক ও যাত্রী, দোকানপাটের ক্রেতা-বিক্রেতাদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন। সাধারণ মানুষের মুখে মাস্ক পরিয়ে দেন।
কারণ প্রাণঘাতী করোনাভাইরাস থেকে রক্ষা পেতে হলে আমাদের একমাত্র হাতিয়ার হচ্ছে মাস্ক। যদি কারো মাস্কের প্রয়োজন হয় আমাদেরকে বলবেন। আমাদের হটলাইন নম্বরে জানাবেন। প্রয়োজনে আমরা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে মাস্ক পৌঁছে দিয়ে আসব। আপনারা কেউ মাস্ক পরা ছাড়া ঘর থেকে বের হবেন না। মাস্ক পরা ছাড়া কেউ শহরে ঘোরাফেরা করবেন না। মাস্ক পরা ছাড়া কাউকে আমরা সার্ভিস দেব না।
মাস্ক পরার কার্যক্রমে পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কবীর উদ্দিন, এনডিসি মো. ইবনুল আবেদীন, সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম মো. আরিফুর রহমানসহ অন্যান্য সরকারি কর্মকর্তারাও তাঁর সঙ্গে এ প্রচারাভিযানে অংশ নেন।