নীলফামারীতে চলন্ত অটো রিকশায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে চালকসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১১ টার দিকে ডোমার-আমবাড়ি সড়কের ভেলেঙ্গারডারা এলাকা থেকে স্থানীয় জনতার সহযোগিতায় দুই জনকে গ্রেফতার করে পুলিশ। পরদিন মঙ্গলবার দুপুর ১২ টার দিকে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন- জোড়াবাড়ি ইউনিয়নের মফিজপাড়া এলাকার অটোরিক্সা চালক কামাল ইসলাম (২০) ও একই এলাকার তার সহযোগী ইউনুস আলী (৪৮)।
ডোমার থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজার রহমান জানান, সোমবার বিকাল চারটার দিকে ওই গৃহবধূ চিলাহাটি মুন্সিপাড়া এলাকার শ্বশুরবাড়ি হতে বাবার বাড়ি নওগাঁ যাওয়ার জন্য ডোমার রেল স্টেশনে আসে। শান্তাহার যাওয়ার ট্রেনের খোঁজ নেওয়ার জন্য গৃহবধূ অটোচালক কালামকে স্টেশনে খোঁজ নিতে বলে। অটোচালক রাত সাড়ে আটটায় ট্রেন বলে তাকে জানায়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই গৃহবধূ টিকেট কাউন্টারে শান্তাহারের একটি টিকেট চাইলে, শান্তাহারের কোন ট্রেন নাই বলে স্টেশন কর্তৃপক্ষ তাকে জানায়।
ওই গৃহবধূ সরল মনে ওই অটোরিকশাতে করেই বাড়ি ফিরছিল। অটোচালক ইতোমধ্যে তার সহযোগী ইউনুসকে নিয়ে অন্ধকার একটি রাস্তা দিয়ে চিলাহাটি রওনা হয়। কিছুদূর যাওয়ার পর অন্ধকার একটি স্থানে অটোর ভিতরে ও একটি ক্ষেতে গৃহবধূটিকে টেনে অটো থেকে নামিয়ে ধর্ষণচেষ্টা করে।
গৃহবধূ তাদের অনৈতিক প্রস্তাবে রাজি হয়ে কৌশলে তাদেরকে আবার অটোতে নিয়ে আসে। কিছুদূর যাওয়ার পর ভেলেঙ্গার ডারা এলাকার রাস্তার পাশে একটি দোকানে কিছু মানুষ দেখতে পেয়ে গৃহবধূটি লাফ দিয়ে চিৎকার করে। এলাকাবাসী তাদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। রাতেই গৃহবধূটি বাদী হয়ে তাদের নামে ধর্ষণের চেষ্টার একটি মামলা করে।
এ জাতীয় আরো খবর..