স্কুলপড়ুয়া দুই কিশোরকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ইউনিয়ন ছাত্রলীগ নেতা জয়ন্ত কুমার মোহন্তকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
উপজেলা ছাত্রলীগ সভাপতি তৌকির হাসান তমাল ও সাধারণ সম্পাদক মোছাব্বির রহমান হ্যাভেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার (২২ মে) রাতে উপজেলা ছাত্রলীগ সভাপতি তৌকির হাসান তমাল এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকায় জয়ন্ত কুমার মোহন্তকে (সহ-সভাপতি, ফুলবাড়ী সদর ইউনিয়ন শাখা) ছাত্রলীগের ফুলবাড়ী উপজেলা শাখা থেকে অব্যাহতি দেওয়া হলো।
এর আগে সোমবার বিকালে ভুক্তভোগী এক কিশোরের মা ও এক কিশোরের দাদা বাদী হয়ে জয়ন্তকে আসামি করে ফুলবাড়ী থানায় মামলা করেন। সন্ধ্যায় জয়ন্তকে গ্রেফতার করে পুলিশ।
তার আগে রবিবার (২১ মে) জয়ন্ত নিজ বাড়িতে ওই দুই কিশোরকে ভয় দেখিয়ে ধর্ষণ করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
অভিযুক্ত জয়ন্ত কুমার মোহন্ত ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি এবং একই ইউনিয়নের পূর্ব পানিমাছকুটি গ্রামের বাসিন্দা। গ্রেফতারের আগে তিনি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। ষড়যন্ত্রের শিকার বলেও দাবি করেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল বলেন, ‘কারও ব্যক্তিগত অভিযোগের দায় সংগঠন নেবে না। জয়ন্তের বিরুদ্ধে মামলা হয়েছে, পুলিশ গ্রেফতারও করেছে। এখন সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। সাংগঠনিক ব্যবস্থা হিসেবে আমরা তাকে দল থেকে অব্যাহতি দিয়েছি। সুত্র: বিট্রি