বিশ্বে করোনার দ্বিতীয় প্রকোপ শুরু হওয়ার পর গত কয়েকদিনে বাংলাদেশেও বৃদ্ধি পাচ্ছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় সারাদেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, নতুন করে ২,৩৬৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩০৫ জন। মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪ লাখ ৪১ হাজার ১৫৯ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন যে ৩০ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৫ এবং নারী পাঁচজন।