ময়মনসিংহ নগরীর রামকৃষ্ণ রোডের একটি বাসা থেকে মানুষের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধারের ঘটনায় আটক বাপ্পী ও তার সহযোগী শাকিলকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে ১০ দিনের রিমান্ড চেয়ে আসামি বাপ্পীকে আদালতে প্রেরণ করা হয়েছে। আরেক আসামি শাকিল পলাতক রয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার জানান, গ্রেফতারকৃত বাপ্পী অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। জড়িত অনেকের নাম বলেছে সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে। কঙ্কাল চোর চক্রের সবাইকে গ্রেফতার করা হবে। আদালত রিমান্ড মঞ্জুর করলে আরও তথ্য পাওয়া যাবে।
শনিবার রাত ২টার দিকে কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে নগরীর রামকৃষ্ণ মিশন রোড এলাকার একটি বাসা থেকে বিপুল পরিমাণ কঙ্কাল উদ্ধার এবং বাপ্পী নামে এক যুবককে আটক করে। উদ্ধার করা কঙ্কালের মধ্যে ১২ টি মাথার খুলি ও ২ বস্তা দেহের হাড় রয়েছে। এছাড়া প্রক্রিয়াজাত করার বিপুল কেমিকেলও উদ্ধার করা হয় বাপ্পীর কাছ থেকে।
এ জাতীয় আরো খবর..