ঢাকা মেট্রোপলিটন এলাকার বিট পুলিশিং কার্যক্রমকে আরও বেগবান করতে থানার অফিসার ইনচার্জদের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার)।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২.৩০টায় রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত অফিসারদের এমন নির্দেশ প্রদান করেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, বিট পুলিশিং এর মাধ্যমে তথ্য সংগ্রহ ছাড়াও আমরা অনেক কাজ একসাথে করতে পারি বলেই এই কার্যক্রমকে অধিক গুরুত্ব দিতে হবে। বিট পুলিশিং কার্যক্রমের মধ্যদিয়ে মাদক, গাড়িচুরিসহ বিভিন্ন ধরণের অপরাধের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের তথ্য সংগ্রহ করে ব্যবস্থা নিতে হবে। সেই সাথে ভাড়াটিয়াদের তথ্য নির্ধারিত ফরমে সংগ্রহ করে থানায় সংরক্ষণ করতে হবে।এছাড়াও মাদকের বিরুদ্ধে আরো কঠোর হয়ে কাজ করতে সকল থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন ডিএমপি কমিশনার।
অক্টোবর ২০২০ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির ০৮টি ক্রাইম বিভাগের মধ্যে প্রথম হয়েছে মিরপুর বিভাগ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্রাইম বিভাগের সহকারি পুলিশ কমিশনারদের মধ্যে প্রথম হয়েছেন মিরপুর বিভাগের মিরপুর জোনের সহকারি পুলিশ কমিশনার এমএম মঈনুল ইসলাম। অফিসার ইনচার্জদের মধ্যে প্রথম হয়েছেন পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর সিদ্দিক পিপিএম (বার)। পুলিশ পরিদর্শক তদন্তদের মধ্যে প্রথম হয়েছেন পল্লবী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবু সাঈদ আল মামুন। পুলিশ পরিদর্শক অপারেশনদের মধ্যে প্রথম হয়েছেন মুগদা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আশীষ কুমার দেব। শ্রেষ্ঠ এসআই যৌথভাবে নির্বাচিত হয়েছেন পল্লবী থানার এসআই শরীফুল হাসান শরীফ ও সদরঘাট পুলিশ ফাঁড়ির এসআই পাবেল মিয়া। শ্রেষ্ঠ এ এসআই যৌথভাবে নির্বাচিত হয়েছেন মতিঝিল থানার এএসআই হেলাল উদ্দিন ও চকবাজার থানার এএসআই রুহুল আমিন।
০৯টি গোয়েন্দা বিভাগের মধ্যে প্রথম হয়েছে গোয়েন্দা তেজগাঁও বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার মোঃ মজিব আহম্মেদ পাটওয়ারী, সহকারী পুলিশ কমিশনার, অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম, ডিবি-তেজগাঁও। চোরাই গাড়ী উদ্ধারে শ্রেষ্ঠ টিম লিডার মোঃ মাহবুবুল আলম, সহকারী-পুলিশ কমিশনার, অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ টিম, ডিবি-গুলশান। অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ টিম লিডার মোঃ গোলাম সাকলায়েন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, গুলশান জোনাল টিম, ডিবি-গুলশান। মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ টিম লিডার মোঃ মজিব আহম্মেদ পাটওয়ারী, সহকারী পুলিশ কমিশনার, অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম, ডিবি-তেজগাঁও। অজ্ঞান/মলমপার্টি গ্রেফতারে শ্রেষ্ঠ টিম লিডার আশরাফউল্লাহ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম।
০৮টি ট্রাফিক বিভাগের মধ্যে প্রথম হয়েছে ট্রাফিক লালবাগ বিভাগ। শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার বিমান কুমার দাস কোতয়ালী ট্রাফিক জোন। শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর এ কে এম মঞ্জুরুল আলম কোতয়ালী ট্রাফিক জোন। শ্রেষ্ঠ সার্জেন্ট যৌথভাবে সার্জেন্ট তপু শেখ নিউমার্কেট-ট্রাফিক জোন ও সার্জেন্ট মেহেদুর রহমান লালবাগ ট্রাফিক জোন।
এছাড়াও ভালো কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ৬৮ জন কর্মকর্তাকে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার। এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনারগণ, যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।