ব্রাহ্মণবাড়িয়ায় দুটি বিদেশি রিভলবার ও তিন রাউন্ড গুলিসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ১৪ সদস্যরা।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক মোহাম্মদ বেলায়েত হোসেন।আটক দুজন হলো জেলা শহরের মৌড়াইল এলাকার আ. জলিল মিয়ার ছেলে জুয়েল (৩২) ও জেলার সরাইল উপজেলার হালুয়াপাড়ার এরশাদ মিয়ার ছেলে সোহাগ (২৯)।
র্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২ নভেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়ায় পৌর শহরের ফুলবাড়ীয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে জুয়েল ও সোহাগকে আটক করা হয়। সে সময় তাদের কাছ থেকে বিদেশি দুটি রিভলভার ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে জব্দকৃত অস্ত্রও গুলিসহ তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..