সাতক্ষীরার আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশের এএসআই শাহ জামালের মা-বাবাকে ঘর নির্মাণ করে দিয়েছেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। যশোরের শার্শা উপজেলার দুর্গাপুর গ্রামে শাহ জামালের বাবা-মায়ের কাছে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে উদ্বোধন শেষে ঘরের চাবি হস্তান্তর করেন তিনি ।
এ সময় পুলিশ সুপার নিহত শাহ জামালের কবর জিয়ারত করেন। এদিকে বসতঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শাহাজামালের মা-বাবা।এসময় পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, আশাশুনি থানায় কর্মরত অবস্থায় শাহ জামাল সড়ক দুর্ঘটনায় মারা যান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়ে পরিবারটি। বিশেষ করে তার পিতা-মাতার বাসযোগ্য কোনো বসত বাড়ি ছিল না। সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে শাহ জামালের বাবা-মায়ের জন্য একটি বাড়ি নির্মাণ করে দেয়া হয়েছে। মানবিক কারণে এ ঘর নির্মাণ করে দেয়া হয়েছে।
এ জাতীয় আরো খবর..