কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ঘিলাতলীতে চৌধুরী ডেইরী ফার্ম থেকে ১৬ টি গরু চুরি হয় যার আনুমানিক বাজারদর ২০ লাখ টাকা । এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় একটি মামলা হয়। গরু চোর চক্রের এক সদস্যসহ চুরির গরু ক্রয় করার অপরাধে দুই মাংস বিক্রেতাসহ মোট তিন জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২ লাখ ৯৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১ টায় কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম পিপিএম (বিপিএম বার) ।গ্রেফতারর হওয়া ডাকাত চক্রের মূল হোতা দেবিদ্বার উপজেলার চুলাশ গ্রামের হানিফ মিয়ার ছেলে মোহাম্মদ আলী (৪০)। তার সহযোগী অপর দুই সদস্য কুমিল্লা নগরীর চর্থা এলাকার রুপা মিয়ার ছেলে মোঃ সহিদ মিয়া (৩৫) ও মাসুম মিয়া (৩৮)।ডাকাত চক্রের সহযোগী সহিদ ও মাসুম পেশায় মাংশ বিক্রেতা (কশাই)। তারা দীর্ঘদিন ধরে চোরাই গরু জবাই করে মাংশ বিক্রি করে আসছিলো।