জমি নিয়ে বিরোধ, মাদকের বিরুদ্ধে অবস্থান নাকি পারিবারিক দ্বন্দ্ব কোনটির কারণে সাতক্ষীরার কলারোয়ায় একই পরিবারের চারজনকে গলা কেটে নৃশংস এ হত্যাযজ্ঞ। এটির এখনও কোনো মোটিভ উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মা-বাবা, ভাই-বোনকে হত্যার পর ছয় মাস বয়সী শিশু মারিয়াকে ফেলে রাখা হয় মায়ের লাশের পাশে। সেখান থেকেই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় শিশুটিকে।এদিকে, শুক্রবার বেলা ৩টার দিকে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার দেখিয়ে স্বপরিবারে নিহত শাহিনুর রহমানের ছোট ভাই রায়হানুল ইসলামকে আদালতে পাঠিয়েছে সিআইডি পুলিশ। তাকে দশ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার ভোররাতে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলিসা গ্রামের মাছের ঘের ব্যবসায়ী শাহিনুর রহমান (৪০), তার স্ত্রী সাবিনা খাতুন (৩০), বড় ছেলে সিয়াম হোসেন (৯) ও মেঝো মেয়ে তাসমিন সুলতানাকে (৬) ঘরের মধ্যে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের সময় একই সঙ্গে থাকা ছয় মাস বয়সী ছোট মেয়ে মায়িরা সুলতানা সৌভাগ্যক্রমে খুনিদের হাত থেকে রক্ষা পায়।
সাতক্ষীরা সিআইডি পুলিশের বিশেষ পুলিশ সুপার মো. আনিচুর রহমান জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় এখনও বিস্তারিত বলার মতো কিছু হয়নি। তবে এ মামলায় নিহত শাহিনুর রহমানের ছোট ভাই রায়হানুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার বেলা ৩টার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। হত্যা কান্ডের বিষয়ে এখনও সুস্পষ্ট কিছুই জানা যায় নি।