কুমিল্লার আর্দশ্য সদরের টিক্কারচর ব্রিজ সংলগ্ন গোমতী নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে স্থানীয় জেলেরা মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। ওই যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর। তার গায়ে গেঞ্জি ও লুঙ্গি পরা ছিল। ৪ থেকে ৫ দিন ধরে পানিতে ছিল মরদেহ বলে ধারণা পুলিশের।
খবর পেয়ে ঘটনাস্থলে যান কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আনোয়ারুল হক।
বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, ধারণা করছি ভারতীয় সীমান্ত নদী থেকে ওই যুবকের মেরদেহ এদেশের নদীতে ভেসে এসেছে। ওই যুবক সনাতন হিন্দু ধর্মাবলম্বী বলে জানা গেছে। তার শরীরে পৈতার সুতা পরানো আছে। কীভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত ছাড়া জানানো যাবে না। পুলিশ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ জাতীয় আরো খবর..