গত ২৪ ঘণ্টায় ৬ অক্টোবর সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৫ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২৫ জন ও নারী ১০ জন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৪৪০ জনে।
এ পর্যন্ত মহামারি করোনাভাইরাসে মারা যাওয়া পুরুষের সংখ্যা ৪ হাজার ২০০ জন (৭৭ দশমিক ২১ শতাংশ) ও নারীর সংখ্যা ১ হাজার ২৪০ জন (২২ দশমিক ৭৯ শতাংশ)।
২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩৫ জনের মধ্যে শূন্য থেকে ১০ বছর বয়সী একজন, দশোর্ধ্ব একজন, বিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব দুজন, পঞ্চাশোর্ধ্ব আটজন ও ষাটোর্ধ্ব ২২ জন।
বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত ৩৫ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রামে ছয়জন, রাজশাহীতে দুজন, খুলনায় তিনজন, বরিশাল দুজন, সিলেটে একজন, রংপুর একজন ও ময়মনসিংহে একজন রয়েছেন।