1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :

জয়পুরহা‌টে ধর্ষণের মিথ্যা মামলা করায় বাদীকে ৫ বছ‌রের কারাদণ্ড

আবদুর রহমান সাঈফ:
  • আপডেট টাইম : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৪১৬ বার পঠিত

জয়পুরহাট সদর উপজেলার বিষ্ণপুর গ্রামে মিথ্যা ধর্ষণ মামলা করার দায়ে বাদী মুন্নুজান বিবিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলী এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি নৃপেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।দণ্ডপ্রাপ্ত মুন্নুজান বিবি উপজেলার বিষ্ণপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি বিষ্ণপুর গ্রামের মারুফসহ চারজন যুবক অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে মাদরাসায় যাওয়ার সময় তুলে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় পরদিন ওই ছাত্রীর মা মুন্নুজান বিবি বাদী হয়ে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করলে বিচারক মামলাটি আমলে নিয়ে পুলিশকে তদন্তের নির্দেশ দেন।

আদালতে আইনজীবীদের পাল্টাপাল্টি যুক্তিতর্ক এবং বাদী ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ধর্ষণের মিথ্যা মামলা করা হয়েছে।ধর্ষণের এমন মিথ্যা মামলা করায় বাদী মুন্নুজান বিবিকে পাঁচ বছরের কারাদণ্ড ও মারুফ হোসেনসহ আসামিদের এ মামলা থেকে অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত।বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট দেলোয়ার হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com