কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
পুলিশ জানায়,মঙ্গলবার ৬ জানুয়ারি রাত আনুমানিক দেড়টার সময় কোতয়ালী মডেল থানার এসআই শেখ মফিজুর রহমানের নেতৃত্বে এএসআই রিপন চক্রবর্তী সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকার ৪নং আমরাতলী ইউপি স্থল বাঁশমঙ্গল চোমুহনীতে অভিযান চালায়। একপর্যায়ে ৫২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ রাফিন ফার রহমান প্রঃ মাটি(২৫), পিতা মৃত-শাকিল আহম্মেদ প্রঃ নিজাম উদ্দিন, মাতা-মরিয়ম বেগম প্রঃ মারিয়া আক্তার, সাং-কুচাইতলী (মধ্যপাড়া, লিটন মেম্বারের বাড়ী সংলগ্ন), থানা-কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লাকে গ্রেফতার করে।
উক্ত ঘটনায় কোতয়ালী মডেল থানার ,এফআইআর নং-১৬ তারিখ-০৬/০২/ ২০২৪; ধারা-৩৬(১) সারণির ১৯( গ) /৩৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; তে মামলা রুজু করা হয়।