কুমিল্লা চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে ৯ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, টিন বোঝাই ১টি ট্রাক ও মাদক বিক্রির নগদ টাকাসহ ২ জনকে আটক করে।
পুলিশ সুত্র জানায়, সোমবার ১৫ জানুয়ারি রাত আনুমানিক দেড়টার চৌদ্দগ্রাম থানার এসআই মোহাম্মদ আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানাধীন চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরা সাকিনস্থ লাকসাম রোডের মাথায় ঢাকা—চট্টগ্রাম মহাসড়কের ঢাকা মুখী পাকা রাস্তার উপর চেকপোস্টে যানবাহন তল্লাশিকালে ১টি ট্রাক থামানোর জন্য সংকেত দিলে ট্রাকটি থামে। উক্ত ট্রাকের চালক সহ চালকের পাশের সিটে বসা অপর ১ জন ব্যক্তি ট্রাক থেমে নেমে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাদেরকে আটক করা হয়।
এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের দেখানো মতে ট্রাকের নিচে চেসিস এর মাঝখানে টানা লোহার পাইপের ভিতরে ফাঁকা জায়গায় কালো কাপড় দ্বারা গোজানো অবস্থায় কালো স্কচটেপ এবং গজ কাপড় দ্বারা বিশেষ কায়দায় মোড়ানো ০৩টি পোটলার ভিতর মোট ৫০ প্যাকেট বায়ুরোধক নীল পলিথিনের প্যাকেটের ভিতরে সর্বমোট ৯,৪০০ (নয় হাজার চারশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক মাদক ব্যবসায়ী ১। মোঃ জহুরুল ইসলাম (৪৫), পিতা—মৃত ইউনুছ মন্ডল, মাতা—মোছাঃ জরিনা বিবি, সাং—দাইমুল্যা, পীরব ইউপি, থানা- শিবগঞ্জ, জেলা- বগুড়া। মোঃ মিন্টু মিয়া (৪২), পিতা—মোঃ হবিবর রহমান, মাতা—খোদেজা বিবি, সাং—সিহালী হাজীপাড়া, পীরব ইউপি, উভয় থানা—শিবগঞ্জ, জেলা—বগুড়াদের কে গ্রেফতার করা হয়।
উক্ত ঘটনায় আসামীদের বিরুদ্ধে কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় এজাহার দায়ের করলে চৌদ্দগ্রাম থানার মামলা নং-২১, তারিখ-১৫/০১/২০২৪, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১০(গ)/৩৮/৪১/২৬ তে মামলা রুজু করা হয়।