1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
সোমবার, ০৫ মে ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিডিও রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার জনসম্পৃক্ততা তৈরির লক্ষ্যে বরিশাল মহানগর বিএনপির উদ্যেগে লিফলেট বিতরন করা হয়। সড়ক দুর্ঘটনায় চাটমোহরের মাদ্রাসা সুপারের মৃত্যু আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় সংসদের আ‌য়োজ‌নে নয়া পল্টনে সমাবেশ বিএনপি কৃষক বান্ধব দল — ওবায়দুর রহমান চন্দন কড়া ‘অ্যা’কশন’ নিতে ভারতীয় সেনাদের নির্দেশ মোদির অভিনেতা সিদ্দিককে মারধর, থানায় সোপর্দ নারায়ণগ‌ঞ্জে ১৪ নং ওয়ার্ড বিএন‌পির সেক্রেটারি প‌দে রানাকে নি‌য়ে বিতর্ক বিএনপি ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতে কৃষি সংস্কার ভাবনা নিয়ে নির্মিত “কৃষি কথা” শীর্ষক ভিডিও চিত্র পারভেজ হত্যায় জ‌ড়িত খু‌নি‌দের গ্রেফতা‌রে নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মশাল মিছিল পারভেজ হত্যায় জ‌ড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে মজাখালী‌তে মশাল মি‌ছিল

কু‌মিল্লায় হা‌রি‌য়ে যাওয়া ২৬ ‌টি মোবাইল ফোন মা‌লিক‌দের নিকট হস্তান্তর ক‌রে ডি‌বি পু‌লিশ

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৩২১ বার পঠিত

কু‌মিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পু‌লি‌শের উ‌দ্যো‌গে হারিয়ে যাওয়া ২৬টি বি‌ভিন্ন ম‌ডে‌লের মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।

ডি‌বি সুত্র জানায়, পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার) এর দিকনির্দেশনায় ডি‌বির অফিসার ইনচার্জ রা‌জেস বড়ুয়ার সার্বিক তত্ত্বাবধানে কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া ২৬ টি মোবাইল ফোন জিডি মূলে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা।

উদ্ধারকৃত মোবাইল ফোন সমূহ সোমবার ১৫ জানুয়ারি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান ও ডি‌বির অফিসার ইনচার্জ রাজেস রড়ুয়া পিপিএম মোবাইল ফো‌নের প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর ক‌রেন।

মোবাইল ফোনগু‌লো উদ্ধার ক‌রে যা‌দের দেওয়া হয়-

১। মাহবুব হোসেন চৌধুরী (৩২), পিতা: সফি মাহমুদ চৌধুরী, ঠিকানা(স্থায়ী) –, গ্রাম -পুটিজলা, ইউনিয়ন/ওয়ার্ড -ঢালুয়া, থানা -নাঙ্গলকোট, জেলা -কুমিল্লা ও ঠিকানা(বর্তমান)-, গ্রাম-টমছমব্রীজ, ইউনিয়ন/ওয়ার্ড-, থানা-কুমিল্লা কোতয়ালী, জেলা-কুমিল্লা ।

২। দীপক চন্দ্র সাহা (৩৫), পিতা: দুলাল চন্দ্র সাহা, গ্রাম-মনোহরপুর, ইউনিয়ন/ওয়ার্ড-ওয়ার্ড নং-১১, থানা-কুমিল্লা আদর্শ সদর, জেলা-কুমিল্লা।

৩। মোঃ মোস্তাফা কামাল (৪৪), পিতা- আব্দুর রব, সাং- রসুলপুর, মাইজখার, থানা- চান্দিনা, জেলা- কুমিল্লা।
৪। লিটন মিয়া, পিতা- মোঃ রহিজ মিয়া, সাং- কাপ্তান বাজার, থানা- কোতয়ালী, কুমিল্লা।
৫। রায়হান শরীফ (২৭), পিতা: রিপন মিঞা, ঠিকানা(স্থায়ী) -কাশেম মিয়ার বাড়ী, গ্রাম -দূর্গাপুর, ইউনিয়ন/ওয়ার্ড -উত্তর দূর্গাপুর, থানা -কুমিল্লা আদর্শ সদর, জেলা –কুমিল্লা
৬। মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী (৪৮), পিতা: মোহাম্মদ নাজমুল হক ঠিকানা(স্থায়ী) -সৈয়দ বাড়ী, গ্রাম -শাকতলা, ইউনিয়ন/ওয়ার্ড -ওয়ার্ড নং-২১ , থানা -কুমিল্লা সদর দক্ষিণ, জেলা -কুমিল্লা
৭। উমা রানী দে, পিতা- সচীন্দ্রপুর, সাং- বজ্রপুর, থানা- কোতয়ালী, কুমিল্লা।
৮। সিদ্ধার্থ মিস্ত্রী, পিতা- মধূসুদন মিস্ত্রী, সাং- লাকসাম পৌরসভা, থানা- লাকসাম, কুমিল্লা।
৯। ইসমাইল মিয়া, পিতা- আবুল হাসেম, সাং- কুমিল্লা পুলিস লাইন্স, কুমিল্লা।
১০। নুরুল কবির তৌফিকুল ইসলাম, পিতা- মৃত ফজলুল করিম, সাং- কুমিল্লা পুলিশ লাইন্স
১১। মশিউর রহমান, পিতা- মোঃ ইসমাইল, সাং- বজ্রপুর, কোতয়ালী, কুমিল্লা।
১২। তারেক হাসান তাকি (২৮), পিতা: মোঃ আবদুর রহিম, মাতা : নজীবুন নাহার, ঠিকানা(স্থায়ী) -হাজী বাড়ী, গ্রাম -বাইশগাঁও, ইউনিয়ন/ওয়ার্ড -বাইশগাঁও, থানা -মনোহরগঞ্জ, জেলা -কুমিল্লা
১৩। মোঃ দিদার হোসেন রাব্বি (১৮), পিতা: দিল মোহাম্মদ, মাতা : কহিনুর আক্তার, ঠিকানা(স্থায়ী) -মিয়া বাড়ী, গ্রাম -বক্সগঞ্জ, ইউনিয়ন/ওয়ার্ড -বক্সগঞ্জ, থানা -নাঙ্গলকোট, জেলা –কুমিল্লা
১৪। গোলাম রহমান শাহাজাদা (৬০), পিতা: মৃত নুরুল ইসলাম, মাতা : মৃত নুরুন্নাহার বেগম, ঠিকানা(স্থায়ী ও বর্তমান)-মনোহরপুর, গ্রাম -মনহরপুর (মেডিকেল কলেজ), ইউনিয়ন/ওয়ার্ড -ওয়ার্ড নং-১১, থানা -কুমিল্লা কোতয়ালী, জেলা -কুমিল্লা
১৫। মোঃ সাইফুল ইসলাম (২৪), পিতা: মোঃ সাদেকুর রহমান, মাতা : আনোয়ারা বেগম, ঠিকানা(স্থায়ী) -., গ্রাম -যশপুর, ইউনিয়ন/ওয়ার্ড -আমড়াতলী, থানা -কুমিল্লা আদর্শ সদর, জেলা –কুমিল্লা
১৬। মোঃ আবুল খায়ের (৫৪), পিতা: কাজী মোঃ জুনাব আলী, মাতা : রয়মানী বিবি, ,ঠিকানা(স্থায়ী) – গ্রাম -কাপ্তান বাজার জাহান নগর, থানা -কুমিল্লা আদর্শ সদর, জেলা –কুমিল্লা
১৭। সানি ইসনাইন (৩৪), পিতা: মোঃ শওকত হোসেন মজুমদার, ,ঠিকানা(স্থায়ী) -২৭/খ, গ্রাম –, ইউনিয়ন/ওয়ার্ড -ওয়ার্ড নং-২৩ , থানা -কুমিল্লা সদর দক্ষিণ, জেলা -কুমিল্লা
১৮। বিশাল বকশী (২৬), পিতা- তপন কুমার বকশী, সাং- তালপুকুর পাড়, থানা- কোতয়ালী, কুমিল্লা।
১৯। মাঈন উদ্দিন (২১), পিতা: মাহাবুল ঠিকানা(স্থায়ী) -ভূঁইয়া বাড়ি, গ্রাম -নারায়ন ভাতুয়া, ইউনিয়ন/ওয়ার্ড -বটতলী, থানা -নাঙ্গলকোট, জেলা –কুমিল্লা
২০। মোঃ এয়াসিন, পিতা- মোঃ দুলাল মিয়া, সাং- শাকতলা, কোতয়ালী, কুমিল্লা।
২১। সেলিনা বেগম (৫৩), পিতা: জুন্তর আলী, ঠিকানা(স্থায়ী) – গ্রাম -চাঁন্দকরা, থানা -চৌদ্দগ্রাম, জেলা -কুমিল্লা।
২২। কে এম মাসুদ, পিতা- কে এম ইমতিয়াজ, সাং- মনোহরপুর, কোতয়ালী, কুমিল্লা।
২৩। হাসান আহম্মদ, পিতা- মহব্বত আলী, সাং- ২য় কান্দিরপাড়, কুমিল্লা।
২৪। জহির হোসেন (২০), পিতা- জাহাঙ্গীর হোসেন, সাং- উত্তর পেরুল, থানা- লালমাই, কুমিল্লা।
২৫। বেলায়েত হোসেন, পিতা- ছাদত উল্লাহ, সাং- গাংচর, কোতয়ালী, কুমিল্লা।
২৬। জোহরা আক্তার, পিতা- মোঃ ইয়াছিন, সাং- ঠাকুরপাড়া, কোতয়ালী, কুমিল্লাদের নিকট হস্তান্তর করেন।

মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে ভিকটিমগণ তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে সন্তুষ্টি প্রকাশ করে পুলিশ সুপারসহ কুমিল্লা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। পুলিশ সুপাররের সার্বিক দিক নির্দেশনায় জেলা পুলিশের এই জনবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে ব‌লে জানায় ডি‌বির ও‌সি রা‌জেস বড়ুয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com