কুমিল্লায় কোতয়ালী মডেল থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ২০২ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুত্র জানায়, ৩০ ডিসেম্বর রাত আনুমানিক নয়টার সময় কোতয়ালী মডেল থানা পুলিশে কর্মরত এসআই শেখ মফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে কোতয়ালী মডেল থানাধীন ০৬নং জগন্নাথপুর ইউনিয়নের গাজীপুর সাকিনস্থ গোমতী নদীর পাড়ে ইমনের কাঠ বাগান হতে ৭৬ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী সুমন সাহা(৩৯), পিতা- মৃত শিবু সাহা, গ্রাম-তেলিকোনা(সাহাপাড়া), উপজেলা/থানা-কুমিল্লা কোতয়ালী, জেলা –কুমিল্লাকে গ্রেফতার করেন।
পৃথক অভিযানে ২৯ ডিসেম্বর রাত সাড়ে এগারটার সময় কোতোয়ালি মডেল থানায় কর্মরত এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান ও এসআই ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিত থানা এলাকার ০৪নং আমড়াতলী ইউপিস্থ জামবাড়ী দক্ষিণ পাড়া সাকিনস্থ পাঁচগাছিয়া মাজার রোড মিরাজের মুরগীর ফার্মের উত্তর পাশ সংলগ্ন তারু মিয়ার কাঠ বাগান হতে ১২৬ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মোঃ আক্তার হোসেন(৩৬), পিতা-শাহ আলম মিয়া, মাতা-ফিরোজা বেগম ,বর্তমান: গ্রাম-কোটেশ্বর (শ্বশুর বাড়ী-মোবারক এর মুরগীর ফার্মের সামনে),উপজেলা/থানা- কুমিল্লা কোতয়ালী, জেলা-কুমিল্লা, গ্রাম-বসন্তপুর, উপজেলা/থানা- কুমিল্লা কোতয়ালী, জেলা -কুমিল্লাকে গ্রেফতার করা হয়।
এই সংক্রান্তে কুমিল্লা এর কোতয়ালী মডেল থানার ,এফআইআর নং-৮৯, তারিখ-৩০ নভেম্বর, ২০২৩; ধারা- ৩৬(১) সারণির ১৯(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; তে মামলা রুজু করা হয়।
উক্ত ঘটনায় কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং-৯১, তারিখ-৩০ নভেম্বর, ২০২৩; ধারা-৩৬ (১)সারণির ১৯(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮; রুজু করা হয়।