1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন

কু‌মিল্লায় ডি‌বির অ‌ভিযা‌নে ভারতীয় ১২০ পিস মোবাইলসহ আটক ১

এমইএস:নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৩১ বার পঠিত

কু‌মিল্লা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অ‌ভিযা‌নে আমদানি শুল্ক কর ফাঁকি দিয়ে চোরাই পথে আনা ভারতীয় ১২০ পিস মোবাইল ফোন উদ্ধারসহ ১ জনকে গ্রেফতার করা হয়।

ডি‌বি পু‌লিশ জানায়, বুধবার ১৮ অ‌ক্টোবর জেলা গোয়েন্দা শাখার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা থানাধীন ছায়কোট পশ্চিমপাড়া সাকিনস্থ রব হাজী বাড়ীর মোঃ ইমরান হোসেন এর বসত ঘরে অ‌ভিযান চালায়। এ সময় ধৃত আসা‌মির শয়ন কক্ষে তল্লাশী করে ৪টি প্লাষ্টিকের বস্তার ভিতরে রক্ষিত ৫২(বায়ান্ন) পিস REALME NARZO N53,৫৪(চুয়ান্ন) পিস POCO M5,৯(নয়) পিস OPPO A18,৫(পাঁচ) পিস REDMI NOTE 12 ১২০ পিস মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফো‌নের মা‌লিক মোঃ ইমরান হোসেন (২৮), পিতা-মৃত মজিবুর রহমান, মাতা-দেলোয়ারা বেগম, গ্রাম-ছায়কোট (পশ্চিম পাড়া-রব হাজী বাড়ী), থানা-চান্দিনা, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করা হয়।

উক্ত ঘটনায় চান্দিনা থানায় এজাহার দায়ের করলে চান্দিনা থানার মামলা নং১৩,তারিখ-১৮/১০/২০২৩খ্রিঃ, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫- বি এর ১ (বি) রুজু করা হয়।

১২০ পিস মোবাইল উদ্ধারসজ গ্রেফতা‌রের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন জেলা গো‌য়েন্দা শাখার অ‌ফিসার ইনচার্জ পু‌লিশ প‌রিদর্শক রা‌জেস বড়ুয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com