ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে প্রান্তিক জনগণের চক্ষু চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংযুক্ত হয়েছে ‘কমিউনিটি আই সেন্টার’।
জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচির আওতায় ন্যাশনাল আই কেয়ার অপারেশনাল প্লানের কার্যক্রম এটি। সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি আই সেন্টার স্থাপিত হওয়ায় এই অঞ্চলের চক্ষু সমস্যাজনিত জনগোষ্ঠীর সহজেই চিকিৎসাসেবা পাওয়ার দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে।
এলাকার মানুষের দোড়গোরায় আধুনিক চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পাবনা -১ আসনের সংসদ সদস্য ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর আন্তরিক প্রচেষ্টায় সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি আই সেন্টারের যাত্রা শুরু করছে। এটি একটি স্বতন্ত্র চক্ষু চিকিৎসাসেবা কেন্দ্র। যেখানে কর্মরত দু’জন সিনিয়র স্টাফ সেবিকা উন্নত প্রযুক্তি ব্যবহার করে বেজ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞের কাছে রোগীর যাবতীয় তথ্য ও রোগীর সঙ্গে কনফারেন্সের মাধ্যমে যুক্ত করে আধুনিক চক্ষু চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক যোগে দেশের ২৮ জেলার ৬৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি আই সেন্টারের উদ্বোধন করেন। ভার্চুয়ালি সাঁথিয়ায় সাথে যুক্ত হন প্রধানমন্ত্রী।
পাবনা জেলা পরিষদ অডিটোরিয়ামে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ভার্চুয়ালে আই সেন্টার উদ্বোধনকালে সাঁথিয়ায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এমপি, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম পাকন,জেলা প্রশাসক আসাদুজ্জান,পাবনা জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সি।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. আনোয়ারুল কবির ,সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুর আলম বাচ্চু, বেড়া পৌর মেয়র আসিফ সামস্ রঞ্জন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান আলী খান,উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন ও সেলিমা সুলতানা শিলা, সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. সুজয় সাহা, থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম প্রমুখ।