বগুড়া আদমদীঘিতে উপজেলার সদর ইউনিয়নের বাজার এলাকা থেকে গতকাল সন্ধ্যায় সাদ্দাম নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে আদমদীঘি থানা পুলিশ।
এ বিষয়ে থানার উপ-পরিদর্শক আসাদুল হক বলেন, আদমদীঘি সদরে বাজার এলাকায় নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পাশে মাদক কেনা-বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গত কাল সন্ধ্যায় আমি আমার সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে উপস্থিত হয়ে দেখি সাদ্দাম নামের ওই ছেলেটা সেখানে ঘোরাঘুরি করছে। কিছুক্ষণ তাকে নজর দারিতে রেখে তার গতিবিধি সন্দেহ হলে তাকে আটক করি। এসময় তার শরীর তল্লাশি করে তার কাছ থেকে একশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সাদ্দাম হোসেন (৩৮) আদমদীঘি থানায় সদর ইউনিয়ন দিঘীরপাড় মহল্লার মৃত আজিজুল হকের ছেলে। থানার তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ে করে আজ দুপুরে বগুড়া জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, গাঁজাসহ গ্রেফতারকৃত আসামি সাদ্দামের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ বুধবার দুপুরে বগুড়া জেলা আদালতে পাঠানো হয়েছে।