কুমিল্লায় মুসলিম মেয়েদের মধ্যে মাদ্রাসা শিক্ষার প্রতি প্রবল আগ্রহ লক্ষণীয়। কিন্তু সেই তুলনায় তাদের জন্য মানসম্পন্ন স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান অপ্রতুল।
আদর্শ পরিবার ও সুন্দর সমাজ গঠনে আদর্শবান নারীর প্রয়োজন। আর এ জন্য প্রয়োজন নারীকে পরিপূর্ণ দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা।
উম্মে কুলসুম (রা:) মহিলা মাদ্রাসা প্রত্যেক নারীদেরকে সুশিক্ষা ও দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে বদ্ধ পরিকর।
যুগের চাহিদার সাথে সংগতি রেখে আধুনিক নূরানী বিভাগ, নাজেরা বিভাগ, আন্তর্জাতি মানসম্পন্ন হিফজ বিভাগ, কিতাব বিভাগ ও কম্পিউটার বিভাগ চালু করা হয়েছে। আবাসিক/অনাবাসিক/ডে কেয়ার পড়ার সুব্যবস্থা রয়েছে।
এছাড়া স্কুল কলেজ পড়ুয়া মেয়ে ও বয়স্কদের জন্য সর্ট কোর্সের মাধ্যমে মহিলা হাফেজা দ্বারা সহি শুদ্ধভাবে কোরআনে কারিম শিক্ষার বিশেষ ব্যবস্থা বয়েছে।
উম্মে কুলসুম (রা:) মহিলা মাদ্রাসা পরিচালনা করছেন প্রফেসর পাড়া হাউজিং সোসাইটির সভাপতি শাহিন চেয়ারম্যান সাহেবের পত্নি। এখানে শিক্ষাদান করবেন যারা সকলেই কোরআনে হাফেজা।
যোগাযোগ :
০১৮৩২-৮৯৪১৯০
০১৭১৫-২৯০১৩৩
১০/নীড় মহল, প্রফেসর পাড়া, ১ম মুরাদপুর (জানু মিয়া মসজিদ সংলগ্ন), কুমিল্লা।