কুমিল্লায় র্যাবের পৃথক দুইটি অভিযানে কোতয়ালী মডেল থানাধীন অশোকতলা ও কালিকাপুর এলাকা থেকে ৩৭ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও
৪০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি ২ এর একটি আভিযানিক দল ৯ আগস্ট রাতে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন অশোকতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩৭,৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন উত্তর রেইসকোর্স গ্রামের মোঃ আব্দুল বাতেন এর ছেলে মোঃ জাকারিয়া হোসেন (৩৫)।
পৃথক আরও একটি অভিযানে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৯ আগস্ট রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন কালিকাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৪০ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন রামচন্দ্রপুর গ্রামের রুকু মিয়া এর ছেলে এমদাদুল হক মারুফ (৪৪)।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে
কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।