পাবনার সাঁথিয়ায় জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপিদের আগমন উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান,মহিলা সমাবেশ ও বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার স্বাধীনতা সোপান মুক্তমঞ্চ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. শামসুল হক টুকু এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শাহিন আক্তার,নাদিরা ইয়াসমিন জলি, খালেদা খানম,শিরীন আহমেদ,জিন্নাতুল বাকিয়া,বাসন্তী চাকমা,শামসুন নাহার,নার্গিস রহমান,মনিরা সুলতানাসহ স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।