বগুড়া আদমদীঘি নশরৎপুর ইউনিয়নের মুরইল বাসস্ট্যান্ড এলাকায় নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন রাত সাড়ে তিন ঘটিকার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পিছন দিক থেকে চলন্ত আরেকটি ট্রাক ধাক্কা দেওয়ার ঘটনায় চালকসহ চার জন নিহত হয়েছে।
আজ শনিবার (১৫ জুলাই) গভীর রাতে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন মুরইল বাসস্ট্যান্ড এলাকায় দুইটি ট্রাকের সাংঘর্ষিক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন আদম দিঘী থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার বর্মন। তিনি বলেন, শনিবার রাতে মুরইল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা মেট্রো-ট-২০- ৪৪১২ নম্বরের একটি মালবাহী ট্রাকের মেরামতের কাজ চলার সময় ঢাকা থেকে নওগাঁ গামী ঢাকা মেট্রো-ন-২০-৯৫২৬ নম্বরের একটি চলন্ত ট্রাক পিছন দিক থেকে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিলে চলন্ত ট্রাকের সামনের অংশ দুমরে-মূচড়ে যায় এবং ঘটনা স্থলেই চালকসহ দুইজন নিহত হয়। পরে পুলিশ এসে আরো দুই জনকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় সেই দুইজন ও মারা যায়।
নিহত চারজন হলো ঢাকা জেলার কামরাঙ্গীচর উপজেলার গফুর প্রামানিকের ছেলে দাদন মিয়া (৪৮) একই এলাকার জামান উদ্দীনের ছেলে সাইফুল ইসলাম (২৩) নওগাঁ জেলার সাপাহার উপজেলার মাষ্টার পাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৫৫) নওগাঁ সদর থানার দয়ালের মোড় এলাকার ওমর আলীর ছেলে মোস্তাক আলী (৪৫)
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, দূর্ঘটনাকবলিত ট্রাক দুইটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং নিহতদের মরদেহ বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত দূর্ঘটনার বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান অবস্থায় ছিলো।