বগুড়া আদমদীঘির সান্তাহার পৌরসভার কলসা হলুদঘর মহল্লার পুরাতন মাছ বাজার এলাকা থেকে জুয়া খেলার সময় ১২ জন জুয়াড়ীকে গ্রেফতার করেছে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরা।
আজ (৩ জুলাই) সোমবার দুপুরে আদমদীঘি থানায় তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত জুয়াড়িরা হলো উপজেলার সান্তাহার পৌর শহরের হলুদঘর মহল্লার নাজিম উদ্দিনের ছেলে জাহেদ খান (৩৩) একই এলাকার মৃত বাবু সাকিদারের ছেলে রানা সাকিদার (৩৮) চুন্নু মিয়ার ছেলে সোহেল রানা (৩৫) মৃত নিজাম খানের ছেলে জামাল খান (৪৫) মহসিন আলীর ছেলে উজ্জল মিয়া (৩২) গণি মন্ডলের ছেলে ফিরোজ (৩৫) এলেম খানের ছেলে আরিফুল ইসলাম (২৫) মৃত আতোয়ার রহমানের ছেলে নয়ন (৩২) আব্দুল হামিদের ছেলে মিলন হোসেন (৩৫) মৃত হাদেস সরদারের ছেলে খলিল সরদার (৩৮) মন্টু হোসেনের ছেলে রুবেল হোসেন (২৮) মোঃ কাজল মন্ডলের ছেলে সজিব মন্ডল (৩২)
এ বিষয়ে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক রেদোয়ানুর রহিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গতকাল রাতে হলুদঘর মহল্লায় পুরাতন মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় বারো জুয়াড়িকে সরঞ্জামাদিসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, গতরাতে সান্তাহার পৌর শহরের হলুদঘর মহল্লায় পুরাতন মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় গ্রেফতারকৃত জুয়াড়িদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে মামলা দায়ের করে আজ সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।