1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কু‌মিল্লার বরুড়ায় গণধর্ষ‌ণের ঘটনায় গ্রেফতার ৩ ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন মান‌বিক সাহা‌য্যের আ‌বেদন : চি‌কিৎসার অভা‌বে বিছানায় প‌ড়ে আ‌ছে মামুন

সাঁথিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৯৫ ব্যাচের ছাত্রদের ঈদ পূর্ণমিলনী

এম এ হাই, সা‌থিঁয়া,পাবনাঃ
  • আপডেট টাইম : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ১০৮ বার পঠিত

“শেকড়ের টানে ভ্রাতৃত্বের বন্ধনে,সকলে আমরা সকলের তরে।স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে আমাদের মিলনমেলা”। দীর্ঘ ২৮ বছর পর পাবনার সাঁথিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ১৯৯৫ ব্যাচের ছাত্রদের ঈদ পূর্ণমিলনী ও মিলনমেলা স্কুল প্রঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এ মিলনমেলা উপলক্ষে স্কুল প্রঙ্গন থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করে।

প্রথম পর্বে পুনর্মিলনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আল আমিন চঞ্চল এবং শফিকুল ইসলাসের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্মৃতিচারণ করেন ওই সময়ের সহকারী প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন,অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ছাব্বির হোসেন, সাবেক শিক্ষক ভবোতোষ কুমার পাল,আবু ইউসুফ, মাওলানা নাছিম উদ্দিন, মোজাম্মেল হক, আব্দুল হক,আব্দুল কাদের প্রমুখ। পুনর্মিলনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও স্মৃতিচারণমূলক আলোচনা করেন ৯৫ ব্যাচের ছাত্রদের মধ্যে আতিকুল ইসলাম রাজা,আব্দুল বাছেদ, আরিফুল ইসলাম।
গোলাম মোস্তফা,মাসুদ,রিয়াদ,সাদেক,রতন,রাসেল,আব্দুর রউফ প্রমুখ।পুনর্মিলনী অনুষ্ঠানটির সার্বিক সমন্বয়ে ছিলেন ইবনে মাসুদ,মামুন,মনিরুজ্জামান রাজা,লিটন ও শরিফুল। অনুষ্ঠানে বক্তারা ৯৫ ব্যাচের ছাত্রদের সহযোগিতায় এই প্লাটফর্মের মাধ্যমে এলাকার অসহায়দের সাহায্য করা এবং বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। পরে র‍্যাফেল ড্র’র আয়োজন করে।

বহুদিন পর সহপাঠী বন্ধুদের একসাথে পেয়ে আনন্দে মেতে উঠছে তারা । দুপুরে মধ্যাহ্ন ভোজ শেষে সন্ধায় দেশের প্রখ্যাত শিল্পীদের গানে গানে সাংস্কৃতিক সন্ধ্যা মুখরিত হয়ে ওঠে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com