পাবনার সাঁথিয়ায় সরকারের বিনা অনুমতিতে অর্পিত সম্পত্তিতে মাটি উত্তোলন করায় দুইজনকে একমাসের জেল এবং অপর দুইজনকে অর্থদন্ড দিয়েছেন উপজলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান।
সাজাপ্রাপ্তরা হলো শালঘর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে ভেকুর ড্রাইভার আলামিন (২৫) ও একই গ্রামের আব্দুল মজিদের ছেলে মাটি উত্তোলনের হুকুমদাতা রফিকুল ইসলাম(২৯)। এছাড়া চরাচিথুলিয়া গ্রামের আব্দুল আউয়ালের ছেলে ট্রাকের ড্রাইভার বাবুকে ১০ হাজার টাকা ও শালঘর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাসেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, গত শনিবার দিনগত গভীর রাতে উপজেলার শালঘর গ্রামে সরকারের বিনা অনুমতিতে অর্পিত সম্পত্তিতে ভেকু দিয়ে মাটি উত্তোলনের খবর পান প্রশাসন। এসময় উক্ত স্থানে অভিযান চালিয়ে ভকুর ড্রাইভার আল আমিন,রফিকুল ইসলাম, ট্রাকের ড্রাইভার বাবু ও রাসেলকে আটক করেন।গতকাল রোববার (১৮ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদেরকে এই দন্ড দেওয়া হয়।
সাঁথিয়ার সহকারী কমিশনার (ভূমি) মনিরুজ্জামান বলেন,সরকারের বিনা অনুমতিতে অর্পিত সম্পত্তির মাটি উত্তোলন করায় দন্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারা এবং বালু মহল এবং মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় তাদের এ জেলজরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।